Cafe Suspension
ফাস্টফুড রেস্টুরেন্ট ক্যাফে সাসপেনশন, নামটিই একটু আলাদা।আপনি নিজের খাবার কেনার সময় চাইলেই আরেকটি খাবারের মূল্য পরিশোধ করে সাসপেনশনে রাখতে পারবেন, সেই খাবারটি যার কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের হাতে তুলে দেই আমরা। আমাদের খাবার গুলো হোমমেড, বাসার রান্নাঘরে গুণগতমান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করে রান্না গুলো করা হয়।
শুধুই মুনাফা নয়, খাদ্য সংকটাপন্ন মানুষের পাশে থাকার এই খুদ্র প্রয়াসে যারা খাবার ডোনেট করতে আগ্রহী এবং যাদের কাছে প্রকৃত খাদ্য সংকটাপন্ন ব্যক্তির তথ্য আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন।